শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শ্যামনগরের সাবেক ফুটবলার মনজুর আলী নূরনগর রামচন্দ্রপুর জামে মসজিদে তালা কেটে দুর্ধর্ষ চুরি সাতক্ষীরায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণের ছেলে মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন সাতক্ষীরায় আঞ্জুমান মুফিদুল ইসলামের আলোচনা সভা ও কম্বল বিতরণ সাতক্ষীরার লাবসা মসজিদের পুনঃনির্মাণ কাজের ছাদ ঢালাই উদ্বোধন হরিণ শিকার রোধ কল্পে সচেতনা বিষয়ক আলোচনা সভা বাবুলিয়া স্কুলমাঠে তারুন্যের উৎসব উদ্বোধন আশাশুনি পারিবারিক মডেল পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ বুধহাটায় সার ডিলারদের বিক্রয় কেন্দ্র পরিদর্শন আশাশুনি মোবাইল কোর্টে সার ব্যবসায়ীর জরিমানা

আশাশুনির পৃথক পৃথক সড়কের পাশে রড বেরিয়ে থাকা বিদ্যুতের খুঁটি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা টু ব্যাংদহা এবং বুধহাটা টু উজিরপুর সড়কের পাশে পড়ে থাকা পল্লী বিদ্যুতের পরাত্যাক্ত খুঁটির রড বেরিয়ে থাকায় ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এমতাবস্থায় পথচারী ও যানবাহন দুর্ঘটনা কবলিত হলে মারাত্মক ক্ষতির মুখে পড়ার শঙ্কা বিরাজ করছে। বদরতলা টু ব্যাংদহা সড়কের ব্যাংদহা বাজার হতে হাজিপুর চারকোনা মোড় পর্যন্ত রাস্তার ধারে পল্লী বিদ্যুতের কয়েকটি ঢালাই খুটি মরিচা ধরে নষ্ট হয়ে পড়ে আছে। ১৮ থেকে ২০টি খুঁটি দীর্ঘ তিন মাস পূর্বে বিদ্যুৎ বিভাগ পরিবর্তন করে। খুঁটি গুলো পরিবর্তন করা হলেও পরিত্যক্ত খুঁটি সরানোর ব্যবস্থা না করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। একই ভাবে বুধহাটা টু উজিরপুর সড়কের নৈকাটি মাঠ সংলগ্ন এলাকায় পরিত্যক্ত খুঁটি পড়ে থাকতে দেখা গেছে। ভেঙ্গে যাওয়া খুঁটির মাটির মধ্যের অংশের মাথা ও খুঁটির সাথে মরিচা ধরা রডগুলো খাঁড়া অবস্থায় বের হয়ে আছে। যা খুবই বিপদজনক। উল্লেখিত পৃথক পৃথক সড়ক ব্যস্ততম সড়ক হওয়ায় প্রতিদিন শত শত ভ্যান, সাইকেল, মোটর সাইকেল, ইজি বইক, মাইক্রোবাস চলাচল করে থাকে। শত শত স্কুল, কলেজ, মাদ্রাসা ও হেফজখানার ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে থাকে। বেরিয়ে থাকা রডের সাথে আঘাত ঘটলে যেকোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটটে পারে। এমতাবস্থায় এলাকাবাসী দ্রুত খুঁটিগুলো সরানোর ব্যবস্থা করা এবং মাটির নীচে থেকে হালকা বেরিয়ে থাকা রডগুলো অপসারনের ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য জোর দাবী জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com