স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় জাতীয় পার্টিতে যোগ দিলেন আইনজীবী সহ সাবেক জাতীয় পার্টি ও জাতীয় ছাত্র সমাজের ৩ নেতা। গতকাল দুপুরে নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দিলে পার্টির জেলা সভাপতি শেখ আজহার হোসেন তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যোগদান কারী নেতাকর্মীরা হলেন,এড শফিক আহমেদ সাগর, নুর মোহাম্মদ, প্রভাষক শেখ শরিফুল ইসলাম। সদর উপজেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল জানান, নতুন করে যোগ দেয়া নেতাকর্মীরা দীর্ঘদিন আমাদের সাথে ছিল। মাঝে কিছু দিন ব্যক্তিগত কারণে তারা ছিলনা। এখন আমাদের ঘরের ছেলেরা ঘরে ফিরছে, আমরা খুবই খুশি। উল্লেখ্য গত ২২ এপ্রিল সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ মশিউর রহমান বাবুর নির্বাচনী মতবিনিময় সভায় তারা জাতীয় পার্টিতে যোগদান করেন।