শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতের ভিসা প্রতিবন্ধকতা দেশের চিকিৎসা ব্যবস্থায় রোগীদের আস্থা \ বিদেশমুখি রোগীরা দেশেই চিকিৎসা নিচ্ছে \ প্রাণবন্ত দেশের হাসপাতালগুলো শিক্ষার্থীদের তিনটি নতুন বই দিয়ে শিক্ষাবর্ষ শুরু করার পরিকল্পনা এনসিটিবি’র কর্মে তীব্র মৃত্যুঝুঁকি সত্ত্বেও খুবই স্বল্প ঝুঁকিভাতা পায় ফায়ার সার্ভিস কমীর্র কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন: মির্জা ফখরুল বিএসএফের গুলিতে আহত যুবক হাসপাতালে ভর্তি জাতীয় কবিতা উৎসব ১ ও ২ ফেব্রুয়ারি টিউলিপের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকির অভিযোগ মেঘনায় দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত বেড়ে ৩ গোপালগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২৫ সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে: গভর্নর

সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবুর নির্বাচনী মতবিনিময় সভা ও উঠান বৈঠক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সদর উপজেলায় আসন্ন পরিষদের নির্বাচন উপলক্ষে সদরে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান বাবুর নির্বাচনী মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭ শহরের রাজার বাগান কলেজ এলাকায় উঠান বৈঠক ও মতবিনিময় সভায় রাজরবাগান কালী মন্দির কমিটির উপদেষ্টা মন্টু কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মশিউর রহমান বাবু বলেন, সকলকে সাথে নিয়ে সাতক্ষীরা সদর উপজেলাকে উন্নয়নে মাধ্যমে ঢেলে সাজাতে আমি কাজ করতে চাই। আমার কাছে ধনী-গরীব কোন ভেদাভেদ নেই, সদর উপজেলার প্রতিটি মানুষই সমান। আমি আপনাদের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে সদর উপজেলার কেউ নাগরিক সেবা থেকে বঞ্চিত হবে না ইনশাল্লাহ। রাস্তাঘাট তৈরিসহ সদর উপজেলার যে যে স্থানে এখনো উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি সেসব স্থানে সকালকে সাথে নিয়ে উন্নয়ন করা হবে। তিনি আরো বলেন, ভোট একটি আমানত আপনারা যাকে ভালো মনে করবেন এবং যাকে দিয়ে সাতক্ষীরা সদরের উন্নয়ন হবে তাকেই আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর জাতীয় পার্টির সভাপতি ও পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক কাজী আমিনুল হক ফিরোজ, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদের, রাজরবাগান কালী মন্দির কমিটির সাবেক সহসভাপতি ভদ্র কুমার দাস, সাবেক ক্যাশিয়ার বাবু রাম দাসসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।এর আগে, সদরের আগরদাঁড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন মশিউর রহমান বাবু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com