এড. তপন কুমার দাস \ সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত ৫০ জন আসামীর মধ্যে সাজাপ্রাপ্ত আসামী বিএনপি নেতা প্রাক্তন সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব ক্রিমিনাল আপিল ৪০/২১নং ও আসামী মোঃ ইয়াছিন আলীর ১১৮/২১ নং ক্রিমিনাল আপিল মামলার যুক্তিতর্ক শুনানি গত মঙ্গলবার সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে সমাপ্ত হয়েছে। বিজ্ঞ আদালত আগামী ৪ এপ্রিল রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। আপিলকারির পক্ষের আইনজীবী মোঃ আব্দুল মজিদ যুক্তিতর্ক শুনানিতে অংশগ্রহণ করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশগ্রহণ করেন বিজ্ঞ পিপি এড. মোঃ আব্দুল লতিফ। বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীরের আদালতে গত ইং৪/২/২১ তারিখের দন্ডাদেশের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত আসামিগণ ক্রিমিনাল আপিল মামলা বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে হাসপাতালে দেখে ফিরে যাওয়ার পথে কলারোয়ায় সন্ত্রাসীদের দ্বারা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, গাড়ি বহরে হামলা, ভাঙচুর, বোমা বিস্ফোরণ ঘটায়।