স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় তীব্র তাপ্রবাহ থেকে রক্ষার পেতে বৃষ্টি কামনা করে ইসস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সাতক্ষীরা জেলা জামাতের আয়োজনে গতকাল যোহর বাদ শহরের মোসলেমা মসজিদ সংলগ্ন মাঠে নামাজ আদায় করা হয়। সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার নামাজের ইমামতি করেন। এসময় তিনি বলেন, সারাদেশে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষ নিয়মিত কাজকর্ম করতে হিমশিম খেতে হচ্ছে। সর্ব অবস্থায় অস্থিরতা বিরাজ করছে। আমাদের ইসতিগফার সহ আল্লাহর রহমত কামনায় সিজদায় অবনত হতে হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় নেতা শেখ নুরুল হুদা, মাওলানা আজিজুর রহমান, জাহিদুল ইসলাম, ফখরুল হাসান লাভলু, খোরশেদ আলম সহ মুসল্লিরা। নামাজ শেষে প্রচন্ড গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহতালার কাছে রহমত কামনায় বিশেষ মোনাজাত করেন।