স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান বাবুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে শহরের চালতেতলা এলাকায় মতবিনিময় সভায় পৌর ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। সম্মানিত অতিথি জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধাঃ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান বাবু বলেন, সদর উপজেলার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা নিয়ে আমি চেয়ারম্যান পদে নির্বাচনে দাঁড়িয়েছি। আমৃত্যু আপনাদের সেবা করতে চাই। সুখে-দুঃখে আপনাদের পাশে আছি, থাকব ইনশাআল্লাহ। আমি জনপ্রতিনিধি না হয়েও বিগত দিনে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছি। ব্যক্তিগত উদ্যোগে মানবিক সহায়তা দিয়েছি। দুঃখের দিনে যারা পাশে থাকে না তারা প্রকৃত সেবক নয়, তারা প্রতারণা করে ভোট নেয়। তারা কখনোই মানুষের বন্ধু হতে পারে না। সম্মানিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি আব্দুস সালাম সরদার, পৌর জাতীয় পার্টির সভাপতি কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সদর উপজেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক শেখ আব্দুস সাদেক।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নাঈম হাসান, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদের, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন কুমার, জাতীয় পার্টি নেতা সাইফুল ইসলাম, মাহমুদ কবির মধুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।