বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাংলা লোকনাট্য ইনস্টিটিউট এর সংবর্ধনা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুঠিত হয়েছে। গতকাল ২৬ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় বাংলা লোকনাট্য ইনস্টিটিউট এর আয়েজনে উপজেলার ছাতিমতলায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বাংলা লোকনাট্য ইনস্টিটিউটের কর্মকর্তা-সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ড. প্রতাপ রায় এর সভাপতিত্বে সংবর্ধনা ও বর্ষবরণ অনুষ্ঠানে সংবিধিত প্রাধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। সংবর্ধিত অতিথি প্রথিতযশা লোকসংগীত শিল্পী (বাংলাদেশ বেতার, খুলনা) জিএম কোমর উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল প্রমুখ।