সোমবার, ২০ মে ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ১ ভ্যান চালকের করুন মৃত্যু সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কদমতলা পি ডি কে মিতালী সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত আবারও ছড়িয়ে পড়েছে তাপদাহ ঃ আবহাওয়ার সুখবর নেই হামাসের হামলায় বার দখলদার সেনা নিহত ঃ আহত পঞ্চাশ খানপুর ছিদ্দিকীয়া এতিমখানা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রতাপনগরে ২ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল বিষ্ণুপুর ২দিন ব্যাপি মাহফিল সম্পন্ন কবি মানিক ঘোষের পিতা-মাতার স্মারণে বিশেষ প্রার্থনা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইংরেজদের বিরুদ্ধে কবিতার মাধ্যমে আন্দোলন গড়ে তুলেছিলেন নজরুল সম্মিলনে সাবেক সিনিয়র সচিব -মো: আব্দুস সামাদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ২দিন ব্যাপী আন্তর্জাতিক নজরুল সম্মিলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমীতে অগ্নিবীনা জেলা সংসদ সাতক্ষীরার আয়োজনে ১ম দিনের অনুষ্ঠানে অগ্নিবীনা জেলা সংসদ সাতক্ষীরার সভাপতি প্রানকৃষ্ণ সরকারের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন (সাবেক সিনিয়র সচিব) চেয়ারপার্সন, এসডিএফ, ঢাকা মো: আব্দুস সামাদ। তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রেমেরকবি, মানুষেরকবি। তিনি ইংরেজদের বিরুদ্ধে কবিতার মাধ্যমে আন্দোলন গড়ে তুলেছিলেন। সম্মান হিসাবে স্বীকৃত পেয়েছিলেন বিদ্রোহী কবি। মানুষ মানুষকে বঞ্চিত করে। কাজী নজরুল চিরদিনের জন্য প্রাসাঙ্গিক। নজরুল যদি বেচে থাকতেন আমরা নতুন রূপ দেখতে পেতাম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউট ঢাকার নির্বাহী পরিচালক এএফএম হায়াতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম, পুলিশ সুপার (কমান্ড্যান্ট) সাতক্ষীরা মো: বেলায়েত হোসেন টিপু, অগ্নিবীনার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচএম সিরাজ, জেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুলকালাম বাবলা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক কালের চিত্রের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, কবি নজরুল ইনস্টিটিউট ঢাকা আবৃত্তিকার ও প্রশিক্ষক সীমা ইসলাম, অগ্নিবীনা রাজশাহী বিভাগীয় সংসদের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, মুশির্দাবাদ ভারতের জয়নুল আবেদীন। সম্মানিত আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিএল কলেজ খুলনার অধ্যাপক মো: আব্দুল মান্নান, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু, অধ্যাপক গাজী আজিজুর রহমান, কবি সৌহার্দ সিরাজ, কবি পল্টু বাসার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মোজাম্মেল হোসেন, জেলা সাহিত্য পরিষদের সভাপতি মো: শহিদুর রহমান, সুকুমার দাস বাচ্চু, কবি মনিরুজ্জামান, কবি জাহাঙ্গীর আলম কবীর প্রমুখ। এছাড়া অগ্নিবীনা জেলা সংসদের সদস্যরা,কবি, সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য অনুষ্ঠানে সাতক্ষীরা আলোকিত মানুষ বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা নিবেদিত প্রকশনা সাতক্ষীরা সূর্য ও অগ্নিবীনা সম্পাদনায় ধুমকেতু বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। একই সাথে সাতক্ষীরার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা সহ ৫ জনকে গুনীজন সংবর্ধনা প্রদান করা হয়। এবং শিল্পীরা জাতীয় কবি নজরুল ইসলামের বিভিন্ন কবিতা ও সঙ্গীত পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com