শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

গাজার মাটিতে যোদ্ধাদের সাথে প্রকাশে হামাস নেতা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ দখলদার ইসরাইলি বাহিনীর সদস্য ফিলিস্তিনিদের হত্যাকান্ড চালিয়ে আসলেও বর্তমান সময় গুলোতে গাজা উপত্যকায় হামাস যোদ্ধারা ঘুরে দাঁড়িয়েছে। ইসরাইলি বাহিনী প্রতি মুহুর্তে হামাসের প্রতিরোধ হামলার মুখে পড়ে হতাহতের শিকার হচ্ছে। গত কয়েকদিন যাবৎ হামাস যোদ্ধারা তাদের প্রতিরোধ যুদ্ধে একের পর সাফল্য যেমন পাচ্ছে অনুরুপ প্রতিরোধ হামলা প্রাণ ফিরে পেয়েছে। ইসরাইলি বাহিনীর ভয়ে কোন ভাবেই যে হামাস যোদ্ধারা ভীতু নয় এবং অব্যাহত ভাবে প্রতিরোধ হামলা পরিচালনা করে চলেছে তা কেবল মাত্র কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা জানাচ্ছে তা নয় পশ্চিম মিডিয়া এফপি, রয়টার্স সহ অপরাপর মিডিয়াগুলো জানিয়েছে গাজায় হামাস যোদ্ধারা দখলদার ইসরাইল বাহিনীর অত্যাধুনিক যুদ্ধ যান,অস্ত্র আর মর্যাদার প্রতিক ট্রাংক এর সামনেই হামাসযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে চলেছে। কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরা জানিয়েছে হামাসের শীর্ষ নেতা এবং দখলদার বাহিনীর আতঙ্কের নাম ইয়াহিয়া মিনওয়ার প্রকাশ্যে গাজার বিভিন্ন এলাকাতে যোদ্ধাদের সাথে দেখা করা, মতবিনিময়, যুদ্ধের কৌশলি সহ নিজেই যুদ্ধ করছে। আল জাজিরা আরও জানান ইয়াহিয়া বোমা, রকেট, বিষ্ফরক সহ অত্যাধুনিক অস্ত্র তৈরীতে বিশেষ পারদর্শী এক সময় ইয়াহিয়া মিনওয়ার ইসরাইলের কারাগারে আটক থাকলেও বন্দী বিনিময়ের মাধ্যমে হামাস তাদের শক্তিশালী ও শীর্ষ নেতাকে মুক্ত করে। দখলদার বাহিনীর পক্ষ হতে অবশ্য ইয়াহিয়া মিনওয়ারের প্রকাশ্যে আসার বিষয়টি মিয়িার সৃষ্টি বলে জানিয়েছেন। গাজার সুরক্ষিত সুরঙ্গ থেকে তিনি বেরিয়ে এসে যোদ্ধাদের সাথে সময় দিচ্ছেন। এদিকে দখলদার বাহিনীর সদস্যরা তাদের বন্দীদেরকে হামাসের কবল হতে মুক্ত করতে না পারার ব্যর্থতা স্বীকার করতে নারাজ। কিন্তু বাস্তবতা হলো গত সাত মাসের অধিক সময় অতিবাহতি হলেও দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা এখনও পর্যন্ত বন্দীদের সন্ধান পাইনি। হামাস বলছে তারা চাইলেই কেবল পন বন্দীরা মুক্তি পাবে নতুবা নয় এদিকে দখলদার বাহিনী হত্যাকান্ডের শিকার ফিলিস্তিনিদেরকে গাজার খান ইউনিস ও রাফায় তিনটি গনকবরের সন্ধান পোয়েছে হামাস নিয়ন্ত্রীত গাজার স্বরাষ্ট্রমন্ত্রণালয় আল জাজিরা জানিেেছ উক্ত তিনটি গন কবরে প্রায় শতাধীক ফিলিস্তিনিকে মাটি চাপা দেওয়া হয়েছে, সর্বাপেক্ষা মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা উক্তগণ কবের বিশ জনের হাত এবং পা বাঁধা অবস্থায় দেখা গেছে। আল জাজিরা জানিয়েছে যে হাত বা বাঁধা অবস্থায় গনকবরে পুতে রাখা ফিলিস্তিনিদের কে জীবন কবর দেওয়া হয়েছে। দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা কতটুকু হিংস্র, অমানবিক এবং মানবতাবিরোধী সর্বশেষ এ ঘটনায় প্রমানীত হয়েছে। এখানেই শেষনয় দখলদার বাহিনী কর্তৃক গণকবরে মাটি চাপা দেওয়া নিহত ফিলিস্তিনিদের মাঝে শিশু ও নারীদের লাশ সনাক্ত করা হয়েছে বিশ্বের দেশে দেশে এই ঘটনায় ইসরাইল বিরোধী বিক্ষোভ জোরদার হয়েছে। গতকালও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ব বিদ্যালয় ইসরাইল বিরোধী বিক্ষোভ হয়েছে দেশটির পুলিশ সদস্যরা বিক্ষোভ দমনে লাঠিচার্জ করা সহ গ্রেফতার অভিযান পরিচালনা করেছে। এদিকে হামাসের হাতে আটক ইসরাইল সামরিক ও বেসামরিক নাগরিকদেরকে মুক্তিদিতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আট দেশ আহবান জানালেও হামাসের পক্ষ হতে তা অস্বীকার করে বলা হয়েছে হামাস মার্কিন যুক্তরাষ্ট্রকে পরোয়া করেনা। কেবল মাত্র গাজা থেকে সৈন্য প্রত্যাহার ওস্থায়ী যুদ্ধবিরতি হলেই দখলদার বাহিনীর হাতে বন্দীদের তুলে দেওয়া হবে। যতই দিন যাচ্ছে ততোই গাজা যুদ্ধে ইসরাইলের ব্যর্থতার চিত্র স্পষ্ট হচ্ছে প্রতিদিনই দখলদার বাহিনী হামাসের প্রতিরোধ হামরঅর সম্মুখিন হচ্ছে। ইসরাইল নামক দখলদার দেশটি গাজা যুদ্ধে জয়ী হতে এবার খাদ্য কে যুদ্ধের মাধ্যম হিসেবে বিবেচনা করছে আর তাই দখলদার বাহিনীর সদস্যরা ফিলিস্তিনি অভ্যন্তরে খাদ্য সামগ্রী আনায়নে, পরিবহনে ও বিতরনে বাঁধা সৃষ্টি করছে। যে কারনে সমগ্র গাজা উপত্যকায় এক ধরনের দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে। বাধ্য হতে খাওয়ার অনুপোযুক্ত খাবার খাচ্ছে ফিলিস্তিনিরা, উপত্যকার অভ্যন্তর দখলদার বাহিনীর সদস্যরা ত্রান বিতরনে বাঁধা দিচ্ছে। মৃত্যুশঙ্কা মাথায় রেখে ফিলিস্তিনিরা খাদ্য সংগ্রহ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com