দেবহাটা অফিস ॥ কুলিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে রওনাক উল ইসলাম রিপন। তিনি টিউবওয়েল প্রতিক নিয়ে ১ হাজার ৩ শত ৩৯ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি আনিসুজ্জামান সুজন ফুটবল প্রতিক নিয়ে ৭৪১ এবং তালা প্রতিক নিয়ে আমানুল্লাহ হোসেন পেয়েছেন ৬৮৮ ভোট। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন ও রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার। ভোট গ্রহণকরা সময়ে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান। উল্লেখ্য রিপন ইতিপূর্বে ও মেম্বর হিসেবে নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করেন। ভোটারদের কাছে রিপনের পাশাপাশি তার পিতা অবরসপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মিনু ডাক্তার বিশেষ জনপ্রিয়।