শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

আলিপুর ইউনিয়নের আলোচিত নির্বাচন পুনরায় চেয়ারম্যান হলেন আব্দুর রউফ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ বহু আলোচিত সদর উপজেলা আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে এবং শেষ হাসি হাসলো আব্দুর রউফ। শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা থাকলেও সাতক্ষীরার আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল অবস্থানের কারনে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতিত শেষ হলো উৎসবের নির্বাচন। বুলেরাটি, মাহমুদপুর কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপপ্রচার চালালে পুলিশ তাৎক্ষনিক ভাবে পািরস্থিতি নিয়ন্ত্রনে আনে। এর পূর্বে নব নির্বাচিত চেয়ারম্যান আঃ রউফের ঘোড়া প্রতিকের পাঁচ/ সাত সমর্থক আহত হয়। ভোট গ্রহন করা সময়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মতিউর রহমান ছিদ্দিকী ভোটকেন্দ্র গুলো পরিদর্শন করেন। প্রতিটি কেন্দ্র ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। বিজয়ী ঘোড়া প্রতিক নিয়ে আব্দুর রউফ পেয়েছেন ১১ হাজার ৪৯০ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দি জিয়াউল ইসলাম জিয়া মোটর সাইকেল প্রতিক পেয়েছে ৭ হাজার ৩৫০ ভোট। বিজয়ী চেয়ারম্যান আব্দুর রউফ সন্ধ্যার পর কর্মি সমর্থকদের উদ্দেশ্যে বলেন আমরা একে অপরের প্রতি সহনশীল হব। জনগনের শক্তি বড় শক্তি আমি আলিপুর ইউনিয়নের সকলের চেয়ারম্যান। আহত কর্মি ও সমর্থকদের সুস্থতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com