শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

ইসরাইলের গণহত্যা এবং তুরস্কের দৃঢ় অবস্থান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ হামাস ইসরাইল যুদ্ধে বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ও ইরানের নাম উচ্চারিত হয়েছে এবং বর্তমান সময় গুলোতেই উচ্চারিত হচ্ছে দেশদু’টির নাম। ইরান হামাসের পক্ষে অর্থাৎ নির্যাতিত এবং গণহত্যার শিকার ফিলিস্তিনিদের পক্ষে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরাইলের পক্ষে যে কারনে ইরান ইসরাইলে হামলা পরিচালনা করে অবশ্য তার পূর্বে ইসরাইল সিরিয়ায় ইরানের দুতাবাসে হামলা চালিয়ে দেশটির শীর্ষ স্থানীয় জেনারেল সহ কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে। হামাস ইসরাইল যুদ্ধে বর্তমান সময়ে যে দেশটির ও প্রেসিডেন্টের নাম ব্যাপক ভাবে উচ্চারিত হচ্ছে তা হলো তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট তাইয়েফ এরদোগান বলেছেন ইসরাইল ফিলিস্তিনিদের উপর যে ভাবে গণহত্যা পরিচালনা করছে তা কোন অবস্থাতেই একটি দেশের চরিত্র হতে পারে না। এরদোগান এবং নেতানিয়াহুর মধ্যে একাধিকবার বাকযুদ্ধ ঘটেছে। গতকাল শনিবার আন্তর্জাতিক মিডিয়াগুলোতে প্রকাশিত খবরা খবরে বলা হয়েছে এরদোগান ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে চিহিৃত করে বলেছেন অবশ্যই ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যবস্থা গ্রহণ করা জরুরী। এখানেই শেষ নয় এরদোগান আন্তর্জাতিক আদালতের কাছে এই মর্মে দসী জানিয়েছে যে অবিলম্বে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সদস্যদেরকে গ্রেফতার করা হবে যুক্তযুক্ত। এরদোগান ইসরাইল বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকেও এক হাত দেখিয়ে দিয়েছে তিনি বলেছেন ইসরাইলের গণহত্যা আর ফিলিস্তিনিদের বসতবাড়ী নিশ্চিহৃ করার ক্ষেত্রে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বৈধতা দিচ্ছে যে কারনে ইসরাইল গাজায় গণহত্যা সহ সব ধরনের অপরাধ কর্মকান্ড পরিচালনা করে চলেছে। ফিলিস্তিনিদের চোখে এরদোগানই সেরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com