এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ শ্যামনগর উপজেলার নূরনগরের কৃতি সন্তান আশীষ কুমার দাস সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেছেন। তিনি গত ২৮ এপ্রিল ২০২৪ রবিবার সকাল ১০ টায় রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে উপস্থিত হযে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে প্রথম দিন অতিবাহিত করেন। আশীষ কুমার দাস সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের নূরনগর গ্রামের ব্যবসায়ী অরুণ কুমার দাস ও শিক্ষিকা ভারতী রানী দাস এর জ্যেষ্ঠ পুত্র। শিক্ষাগত জীবনে তিনি উপজেলার ১৭০ নং রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে থেকে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়ে উপজেলার ঐতিহ্যবাহী নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন। উক্ত বিদ্যালয় থেকে জেএসসিতে ট্যালেন্টফুলে বৃত্তি পান এবং এসএসসিতে সর্বাধিক নাম্বার নিয়ে গোল্ডেন এ প্লাস প্রাপ্ত হন। পরবর্তীতে সাতক্ষীরা সখিপুর সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজ থেকে গোল্ডেন অ+, খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিষয়ে অনার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়ে ৪১ তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করার পূর্বে তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারি পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখতে বাবা-মা, কাকা, শিক্ষক, সহপাঠী ও গুরুজন সহ সকলের কাছে আশীর্বাদ কামনা করেছেন।