স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কনফারেন্স রুমে পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আতিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো: সাজ্জাদ হোসেন, ডিআইও-১ ইয়াছিন আলম চৌধুরী, ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ। এছাড়া সকল থানার অফিসার ইনচার্জগন এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ পরিসংখ্যান, আইন শৃংখলা পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তি, ওয়ারেন্ট ও সমন তামিল, আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইনের প্রয়োগ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়। এছাড়া সভায় মো: আশরাফ হোসেন পুলিশ পরিদর্শক (সশস্ত্র) কে অবসরজনিত বিদায় উপলক্ষে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পুলিশ সুপার ভাল কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করেন।