স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান সরকার বহুমাত্রিক পরিকল্পনা গ্রহণ ও সফল ভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। ইতিমধ্যে সরকারের প্রতিশ্র“তি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। এই বাস্তবতা সামনে সরকারের নতুন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ার। ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত এবং উদ্ভাবনী। আধুনিক তথ্যপ্রযুক্তির প্রসারে বাংলাদেশ বৈশ্বিক ডিজিটাল অগ্রগতি থেকে পিছিয়ে নেই।সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে গতকাল বেলা ১১ টায় সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে কারিগারি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের ২০২৪ এ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনার বক্তারা এসব কথা বলেন। সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মহানন্দ মজুমদারের সভাপতিত্বে ও মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ড এম এম নজমুল হকের মূল প্রবন্ধ উপস্থাপনায় বক্তারা আরো বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির প্রসারে বাংলাদেশ আজ বিপ্লব সাধন করেছে। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবে পরিপূর্ণতা পেয়েছে। স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ অর্জনের সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। কারিগরি শিক্ষা শিক্ষর্থীকে বাস্তব জীবনক্ষেত্রে বিশেষ পেশার উপযোগী করে তার জীবিকা অর্জনে সহায়তা করে। কারিগরি শিক্ষা প্রয়োজন মেটাতে গভীরভাবে সাহায্য করে। সরকারি ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং এর উন্নয়নে একটি দক্ষ ও স্বচ্ছ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। এছাড়া বিভিন্ন কার্যক্রম ডিজিটাইলেশন করতে হবে। কারিগরি শিক্ষার সাথে জড়িত শিক্ষক কর্মচারি সকলের সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে হবে। অন্যনদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌস আরেফিন, শ্যামনগর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবুল খায়ের মোহাম্মদ বাহাউদ্দিন, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী শহিদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মামুনুর রহমান, প্রকৌশলী কল্লোল রায়, মোঃ মাসুম বিল্লাহ, গৌতম কুমার বিশ্বাস,হাবিবুল্লাহ গাজী, কম্পিউটার ইন্সট্রাক্টর মোঃ সাইদুজ্জামান সহ জেলার বিভিন্ন টেকনিক্যাল কলেজের শিক্ষক, প্রকৌশলী ও সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শিক্ষক। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্সট্রাক্টর সিদ্দিক আলী।