স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় সদর উপজেলা পর্যায়ে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা ডিজিটাল সেন্টারের কনফারেন্স রুমে গতকাল বিকাল সাড়ে ৩ টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোইয়েব আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর সহকারি কমিশনার ভূমি অতীশ সরকার, সদর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন, সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান গন। এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোইয়েব আহমেদ সরকারি নির্দেশনা মেনে সকলকে সর্বজনীন পেনশন স্কিম গ্রহণের আহ্বান করেন।