কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ ক্যান্সার জনিত জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা শেষে শ্যামনগর উপজেলার দরগা পুর এন,ডি,এস ফাজিল মাদ্রাসার লাইব্রেরিয়ান মাওঃ আবু বকর সিদ্দিক (৫৭) না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী গ্রামের মৃত্যু আলহাজ্ব শমসের আলী শেখের দ্বিতীয় পুত্র। গত ৩০ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। ইউনিয়নের সকলের অতিপ্রিয় পরোপকারী ধনী-গরীব সকলের সাথে অত্যন্ত মিশুক অমায়িক ব্যবহারের অধিকারী মাওঃ আবু বক্কর সিদ্দিক এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকল শ্রেণীর মানুষের মাঝে শোক ছড়িয়ে পড়েন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন প্রিয় মানুষের হাস্য উজ্জ্বল মুখ খানা শেষবারের মতো দেখার জন্য মানুষেরা ভিড় জমায়। এই এই হাস্যজ্জল মানুষটি ১৯৯৬ সালে দরগাপুর এন,ডি,এস ফাজিল মাদ্রাসায় লাইবেরিয়ান পদে যোগদান করে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করিয়া আসিতেছে। মৃত্যু কালে তিনি ২ পুত্র ১ কন্যা স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার আছর নামাজের পর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজা নামাজের ইমামতি করেন অধ্যক্ষ মাওঃ বদরুল আলম।