জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এবং নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিববাড়িস্থ অস্থায়ী ক্যাম্পাসের সম্মেলন কক্ষে “ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯” অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের শুরুতেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ ওয়ালিদ বিন হাবিব উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দের সামনে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন কি, এই আইনের উদ্দেশ্য এবং বাস্তবায়নের দায়িত্ব; এই সকল বিষয় ডিজিটালি উপস্থাপন করেন। উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী বৃন্দের ভোক্তা অধিকার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সেমিনারের প্রধান আলোচক জনাব মোহাম্মদ সেলিম, উপ-পরিচালক জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়। প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রফেসর আব্দুল মান্নান বলেন, পণ্যের উৎপাদনকারী এবং ভোক্তা এই দুই শ্রেণীই প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে কিন্তু লাভবান হচ্ছে মধ্যসত্বভোগীরা, এ ব্যাপারে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জালালউদ্দিন আহমেদ, ডীন, স্কুল অব বিজনেস, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি। সেমিনারের সভাপতিত্ব করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহ আলম, রেজিস্ট্রার, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহ আলম জনগণের কল্যাণের লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রনয়ন করায় সরকারকে ধন্যবাদ জানান।-প্রেস বিজ্ঞপ্তি