চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে ২ হাজার কেজি অপরিপক্ক আম জব্দ করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিনষ্ট করা হয়েছে। বুধবার রাতে উপজেলার উজিরপুর ফুটবল মাঠে আম বিনষ্ট করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো আজাহার আলী। জানা গেছে, কালিগঞ্জ উপজেলা চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি ও চাম্পাফুল গ্রামের কিছু অসাধু ব্যাবসায়ীরা অপরিপক্ক আম নিষিদ্ধ কেমিক্যাল মিশিয়ে ক্যারেট সাজিয়ে ট্রাক করে ঢাকার উদ্দেশ্য রওনা দেওয়ায় সময় এলাকার কয়েক জন সচেতন ব্যাক্তি প্রসাশনকে জানায়। ততক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো আজাহার আলীর নির্দেশে চাম্পাফুল ইউনিয়ন গ্রাম পুলিশ দল বদ্ধ হয়ে আম ভত্তি ট্রাকটি আটক করে। পরবর্তীতে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন ঘটনাস্থলে পৌছান। আমের মালিকের কোন খোজ পেয়ে ২০০০ কেজি আম বিনষ্ট করে আম বাহী ট্রাকটি জব্দ করে। এ বিষয় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো আজাহার আলী সাংবাদিককে জানান, নির্ধারিত সময়ের আগে গাছ থেকে আম সংগ্রহ করে বিক্রি করার অপরাধে প্রায় ২০০০ কেজি অপরিপক্ক আম জব্দ হয় এবং তা বিনষ্ট করে আম বাহী ট্রাকটি জব্দ করা হয়েছে।