স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জাতীয় শ্রমিক লীগের বর্ণাঢ্য র্যালি ও বঙ্গবন্ধু র্মুর্যালে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মহান মে দিবস উপলক্ষে জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে গতকাল সকাল ১০ টায় শহরের খুলনা মোড়স্হ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত সংসদ সদস্য লাইলা পারভিন সেজুতি, জেলা আলীগের সাধাঃ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আলীগের যুগ্ন সাধাঃ সম্পাদক আ হ ম তারেক উদ্দিন, জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সাইফুল করিম সাবু, সদস্য সচিব মাহমুদুল আলম বিসিবি, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি, সাবেক সাধাঃ সম্পাদক আখতারুজ্জামান মহব্বত, জাতীয় শ্রমিক লীগের নেতা বিকাশ চন্দ্র, মোঃ জহুর আলী সহ জাতীয় শ্রমিক লীগ ও মোটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে মহান মে দিবসের বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোডে এসে শেষ হয়।