দেবহাটা অফিস ॥ দেবহাটার বিভিন্ন এলাকার অসহায় হতদরিদ্র দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদানকরেছে সমাজসেবা অধিদপ্তর। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে, কিডনী, লিভার সিরোসিম,স্ট্রোকে আক্রান্ত, প্যারালাইজড এবং জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের প্রতিজনকে পঞ্চাশ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সঞ্চালনা ও সার্বিক ব্যাবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সমাজসেবা দপ্তরের উপপরিচালক সন্তোষকুমার নাথ, বিশেষ অতিথি ছিলেন আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন নাহার প্রমুখ।