দৃষ্টিপাত ডেস্ক ॥ ইতিহাসের ভয়াবহ তাপদাহে পুড়ছে বাংলাদেশ। নিকট অতীতে এমন প্রচন্ড তাপ প্রখর সূর্য বিকিরন ভ্যাপসা গরম প্রত্যক্ষ করেনি জনজীবন। অব্যাহত গতিতে চলমান তাপদাহের কবলে দেশেরউৎপাদন, অর্থনীতি জনজীবন। কোথাও স্বস্তিনেই। সর্বত্র হ্যাসফাস, ছড়িয়ে পড়ছে নানান ধরনের রোগ, শ্রমজীবী মানুষ গুলো রৌদ্রের প্রখরতার কাছে আত্মসমর্পন করে কর্মহীন সময় অতিক্রমকরছে। মানুষের পাশাপাশি প্রাণিকুলও দিশেহারা জীবন বাঁচাতে তৎপর। জীব বৈচিত্র হুমকির মুখে তাপদাহের কারনে ইতিমধ্যে পোল্ট্রি শিল্প অনেক পিছিয়েছে। স্ট্রোক একের পর এক খামারে নামছে নিরবতা। গ্রহপালিত পশুরজীবন ওষ্ঠাগত। হাঁস মুরগী, গরু ছাগল সবই যেন বিমর্ষ, মাঠে ঘাঁটে আগুন হাওয়া বইছে। কিভাবে খাদ্য খাবার গ্রহন করবে? সাতক্ষীরার বাস্তবতায় জীব বৈচিত্রের জন্য বর্তমান তাপদাহ অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি করেছে। সাতক্ষীরার বাস্তবতায় সুন্দরবনে বসবাসরত জীব বৈচিত্র বিশ্বের অনন্য অসাধারন সুন্দরবনকে সমৃদ্ধরেখেছে। কিন্তু প্রচন্ড তাপদাহের এই সময়গুলোতেজীব বৈচিত্রের ক্ষতিহচ্ছে নাতা নয়,সুন্দরবনের অভ্যন্তর ভাগ দিয়ে প্রবাহমান নদনদী গুলোতে বসবাস করা কুমীর, মাছ, কাঁকড়া সহ পানিতে জীবন যাপন করা অন্যান্য প্রাণিকুল অনাকাঙ্খিত পরিস্থিতির সম্মুখিন। অভ্যন্তরের হরিন, বানরসহ নানান ধরনের পাখির জন্য এমন ভয়াবহ তাপদাহ নতুন আর এ কারনে তাপদাহের সাথে নিজেদের সম্পৃক্ত করন কঠিন হয়ে পড়ছে। সুন্দরবন রক্ষার অতন্ত্র প্রহরী রয়েল বেঙ্গল টাইগার ও তাপদাহের কল্যানে নিশ্চই ভাল নেই। বিলে মাঠেঘাটে বিচরন করা দোয়েল কোয়েল, ময়না শ্যামা, কাক, বক, শালিক,চড়ুই সবই বিপদগ্রস্থ অনাকাঙ্খিত তাপদাহের কারনে। প্রভুভক্ত কুকুরও যেন প্রচন্ড গরম হতে নিজেকে মুক্ত রাখতে চাইছে, গরমের ভয়াবহতা হতে নিজেকে রক্ষাকরতে পুকুরের পানিতে, টিউব ওয়েলের পানিতে আশ্রয় নিচ্ছে এ দৃশ্য সাতক্ষীরার বিভিন্ন এলাকাতে। কুকুর তাপদাহের কল্যানে ব্যাপক ভিত্তিক খাদ্য ঘাটতির মুখে শহরের কোলাহল আর প্রাণ চাঞ্চল্যকর পরিস্থিতির শুন্যতার কারনে হোটেল রেস্তরা গুলো রান্না বান্নার গতি অনেকাংশে হ্রাস পাওয়ায় খাবারের উচ্ছিষট অংশ অপেক্ষাকৃত কম থাকায় তার বিরুপ প্রভাব পড়ছে কুকুর খাদ্যে। একই সাথে বাসা বাড়ীতে ও গরমের কারনে গোশ,মাছ বা ভারীরান্না না হওয়ায় সে ক্ষেত্রে ও কুকুরের খাদ্য ঘাটতিহচ্ছে। পুড়ছে মাঠ প্রান্তর, জনপদ আর জনপদেরই অংম সবুজ বৃক্ষরাজি। তাপদাহ এতটুকু শক্তিধর যে গাছের েিশকড় হতে পাতা সবই শুকিয়ে হলুদাভাব হচ্ছে। সবজি বাগান দেখলে সহজেই অনুমেয় যে এই বাগানে হয়ত বা আগুনের হল্কা লাগায় সবজি গাছ স্মিয়নামন হয়ে নুয়ে পড়েছে। গ্রামীন জনপদের কলাগাছ দৃশ্যতঃ পানিতে পরিপূর্ণ কিন্তু সেই নানান ধরনের কলাগাছের পাতা প্রখর খরতাপ আরল লুহাওয়ায় শুকিয়ে যাচ্ছে। আকস্মিক এবং অনাকাঙ্খিত খরতাপে কেবল জনজীবন নয় দহন হচ্ছে জীবন বৈচিত্র আর তাই অতি সতর্কতার সাথে পরিচর্যার বিকল্প নেই।