শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

কয়রায় উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৫ প্রার্থীর মনোনয়ন জমা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০২৪

কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতার জন্য খুলনার কয়রা উপজেলাতে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (২ মে) উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন সাবমিট করেছেন। এদিকে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি এসএম শফিকুল ইসলাম ও এ্যাডঃ অনাধী সানা। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন- আঃ রব খোকন, বর্তমান ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেস কুমার সানা, মোঃ শফিকুল ইসলাম মোল্লা, এ্যাডঃ মেহেদী হাসান, এ্যাডঃ আরাফাত হোসেন, দিদারুল ইসলাম, এ্যাডঃ এমএম আঃ রাজ্জাক, শেখ আঃ রশিদ ও দিলীপ কুমার। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন- নাসিমা আলম, আয়েশা খাতুন ও নিলীমা চক্রবর্তী। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তা বিএম তারিক-উজ-জামান বলেন, তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। উপজেলা নির্বাচনে প্রথম বারের মত অনলাইনে মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা। যা ছিল নতুন অভিজ্ঞতা। তিনি আরও বলেন, মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। আগামী ৫ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে । রিটানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে। আপিল নিস্পত্তি ৯ থেকে ১১ মে। এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে ১৩ মে। আর প্রচার পর্ব শেষে ২৯ মেসকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহন হবে চলবে। এ উপজেলায় স্বচ্ছ ব্যালট পেপারে ভোট গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com