পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছা থানা পুলিশের অভিযানে আধা কেজি গাঁজা সহ এক যুবককে আটক করা হয়েছে। উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ১১ টায় সহকারী উপ-পুলিশ পরিদর্শক পলাশকে নিয়ে অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের মুনছুর গাজীর ছেলে শফিকুল গাজী (৪০) কে ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এবিষয় থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন,শফিকুল দীর্ঘদিন মাদক করবারির সাথে জড়িত। শফিকুল গাজীর নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের ব্যাপারে আপোষ চলবে না, থানা পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।