বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়ার ডিগ্রী কলেজ আবারও কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে। ২৯ এপ্রিল সোমবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কলেজ) প্রতিযোগিতায় এই সাফল্য অর্জন করেছে। এছাড়াও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান অধ্যক্ষ তোফায়েল আহমেদ, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ফিরোজ হায়দার, শ্রেষ্ঠ শিক্ষার্থী (গগ্রুপ) ইরফানুল আহছান জীম, শ্রেষ্ঠ রোভার (শিক্ষার্থী) মারুফ হাসান, শ্রেষ্ঠ রোভার গ্রুপ, শ্রেষ্ঠ রোভার শিক্ষক মোঃ তানভীর আহমেদ, কেরাত প্রতিযোগিতায় মহিবুল্লাহ হোসাইন, আবৃত্তিতে তাছিন তাবাচ্ছুম মিম, নির্ধারিত বক্তৃতায় ওয়ালিদ ইসলাম, বিতর্ক প্রতিযোগিতা বাংলা ও ইংরেজিতে রাকিবা সুলতানা, দেশাত্মেবোধক গানে তৃষা ঘোষ, রবিন্দ্র সংগীত, লোক সংগীত ও উচ্চাঙ্গ সংগীতে তৃপ্তি ঘোষ, তাৎক্ষণিক অভিন, লোকনৃত্যয়ে ইরফানুল আহছান। মোট ১৯ পদে নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ উপজেলা পর্যায়ে শেষ্ঠ হয়েছে। এছাড়াও একাধিকবার উপজেলার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করায় এলাকার সর্বস্তরের মানুষ অভিনন্দ ও শুভেচ্ছা জানিয়েছে।