কালিগঞ্জ ব্যুরো: কালীগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান আবার ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। (২৯ এপ্রিল) জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাধ্যমিক) প্রতিযোগিতায় প্রধান শিক্ষক ও কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুরকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। তিনি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পরে বিদ্যালয়ে আমুল পরিবর্তন এসেছেন। তিনি ২০২২ ও ২০২৩ সালে উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছিলেন।