কপিলমুনি প্রতিনিধি ॥ ২নং কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য কুমকুম দাশের বাড়ীতে বার্ষিক কালী পুজার আয়োজন করা হয়েছে। আগামী ৭মে রোজ মঙ্গলবার পাইকগাছা উপজেলার হাজরা বাড়ী, সলুয়া নিজস্ব বাসভবনে এ মহামায়ের পুজা অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী ৬ষ্ঠ বার্ষিকী মহামায়ের পুজা উপলক্ষ্যে ৬মে সোমবার ত্রিনাথ ঠাকুরের পুজা, ৭মে মঙ্গলবার শ্রী শ্রী মহামায়ের পুজা ও ৮মে বুধবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যাহা পরিবেশন করবেন অনির্বাণ শিল্পী গোষ্ঠী। সামগ্রিক আয়োজন সম্পর্কে সাবেক ইউপি সদস্য কুমকুম দাশ ও সঞ্জয় দাশ বলেন, আমাদের পিতৃতূল্য কাকা জগবন্ধু হাজরার সার্বিক নির্দেশনায় প্রতিবছরের ন্যায় এ বছর ও মহামায়ের পুজা আয়োজন করা হয়েছে। এলাকাবাসীসহ আমন্ত্রিত অতিথি বৃন্দের স্বয়ং উপস্থিতিতে মহামায়ের পুজাস্থল পুর্ণত্রি অর্জন করবে এমনটি আশা ও প্রত্যশা আমাদের সকলের।