বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় মরহুমা আতরজান বিবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ মে রবিবার বেলা ১১ টায় শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের আয়োজনে মহাবিদ্যালয়ের হল রুম বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কোরআনের হাফেজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জি এম আমির হোসেন এর সভাপতিত্বে শ্যামনগরের একমাত্র ঐতিহ্যবাহী স্বনামধন্য নারী মহাবিদ্যালয় শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় যার নামকরণ সেই মরহুমা আতরজান বিবির মৃত্যুবার্ষিকী ও তার সুযোগ্য সন্তান উক্ত মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এস এম আফজালুল হক এর রোগ মুক্তি কামনায় এবং সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন এর উত্তর উত্তর উন্নতি, সমৃদ্ধি কামনায় কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র কলেজের সহকারী অধ্যাপক মাওঃ মোঃ রুহুল আমিন।