দেবহাটা অফিস ॥ দেবহাটার পারুলিয়ার বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ নূর ৭৫ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি———-রাজিউন)। শনিবার দিবাগত রাত এগারটার দিকে নিজস্ব বাসভবনে বার্ধক্যজনিত কারনে এই বীর মুক্তিযোদ্ধার জীবনাবাসন ঘটে। গতকাল বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় ও জানাজা শেষে পারিবারীক গোরস্থানে দাফন করা হয়। দেবহাটা পুলিশের একটি চৌকস দল মরহুম বীর মুক্তিযোদ্ধা কে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অবঅনার প্রদান কালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, মরহুমের বাড়ীতে যেয়ে সমবেদনা জানান উপজেলা আ’লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান এ্যাড.স.ম গোলাম মোস্তফা, আ’লীগ সম্পাদক মনিরুজ্জামান মনি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইয়াছিন আলী, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু সহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন।