বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝাউডাঙ্গা কলেজ এর অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা সদর উপজেলার কলেজ পর্যায়ের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় কমিটির সকল সদস্য,শিক্ষক ,কর্মকর্তা কর্মচারী,অভিভাবক ও শিক্ষার্থীরা প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য ইতিমধ্যে ঝাউডাঙ্গা কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিং এ খুলনা বিভাগের ৩০৭ টি কলেজ হতে স্থান করে নেওয়া ৯ টি কলেজ এর মধ্যে৭ম স্থান অধিকার করেছে । কলেজটি ক্রমাগত শিক্ষার গুনগত মান উন্নয়ন ঘটানো ,অভিভাবক শিক্ষক ও ছাত্র ছাত্রীর সমন্বয় সাধনের মাধ্যমে উত্তর উত্তর সাফল্য কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন অত্র কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান।