স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় জাতীয় গোয়েন্দা সংস্থা অভিযানে কেমিক্যাল মেশানো অপরিপক্ক ২০ টন আম জব্দ পূর্বক দুটি ট্রাক আটক করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫ টায় শহরের সরকারি কলেজ সড়কের এন এস আই এর অফিস সামনে থেকে ট্রাক ভর্তি ও আম জব্দ করা হয়। জানা গেছে, আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকা থেকে অপরিপক্ক আম কেমিক্যাল মিশিয়ে ঢাকায় পাঠানোর জন্য সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার টিম গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পারে। উক্ত আম বহনকারী ট্রাক দুটি আটকের জন্য এনএসআইয়ের টিম অফিসের সামনে অবস্থান করে। পরে ট্রাক দুটি আটক করতে সক্ষম হন। গতকাল রাতে শহরের পল−ী মঙ্গল স্কুল এন্ড কলেজ মাঠে উদ্ধারকৃত আম বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমেদ, সদর সরকারি কমিশনার ভূমি অতিশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন সহ এন এস আই টিম। আমের মালিকদের না পাওয়া ট্রাক দুটি আটক রাখা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ জানান, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় অপরিপক্ক আম বাজারজাত করার জন্য কেমিক্যাল মিশিয়ে পাকানোর চেষ্টা করছে। এই আম ঢাকা সহ পার্শ্ববর্তী জেলায় বিক্রয়ের ফলে সাতক্ষীরা সুনাম নষ্ট হবে। জব্দকৃত আম সকলের উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে।