স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় জমি জমা নিয়ে বিরোধ বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মর্মান্তিক ঘটনাটি শনিবার রাতে সদর উপজেলার বল−ী ইউনিয়নের বলাডাঙা গ্রামে ঘটে। নিহত বলাডাঙা গ্রামের সাহার আলীর পুত্র র্যাব সদস্য আজিবর রহমান। স্থানীয় সূত্রে জানা গেছে,সাহার আলীর পুত্র ঘাতক বড় ভাই আফছার আলী বিভিন্ন সময়ে ছোট ভাই আজিবর রহমানের কাছ থেকে টাকা ধার নেন। এবং জমি জমা নিয়ে কথা কাটাকাটি হয়। শনিবার রাতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আফসার আলীর ধারালো অস্ত্র দিয়ে আজিবর রহমানকে কুপিয়ে জখম করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিনুজ্জামান বলেন, জমি জমা ও টাকা পয়সা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায় বড় ভাই আফসার ছোট ভাই র্যাব সদস্য আজিবর কে কুপিয়ে জখম করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী শিরিনা বাদী হয়ে এজহার দিয়েছেন। আসামিকে আটকের চেষ্টা চলছে।