কালিগঞ্জ ব্যুরোঃ ষষ্ট উপজেলা নির্বাচনের প্রথম ধাপের কালিগঞ্জ উপজেলা আজ অনুষ্টিত হচ্ছে। অবাধ সুষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সঞ্জারামাদি। নির্বাচনে আইন শৃঙ্খলাবাহিনী সদা প্রস্তুত। মাঠে থাকছে একাধিক নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ভোটার যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে লক্ষে নিরলস ভাবে দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনকে কেন্দ্র করে ৭৯টি ভোট কেন্দ্রের জন্য ৯০ জন প্রিজাইডিং অফিসার, ৬৫০ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১৩০০ জন পোলিং অফিসারকে প্রশিক্ষন দেওয়া হয়েছে। কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন দুইজন তদমধ্যে সদ্য বিদায়ী উপজেলা চেয়াম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ সাঈদ মেহেদী ঘোড়া প্রতিক। সাবেক কমান্ডার প্রায়ত শেখ অহেদুজ্জামানের বড় পুত্র ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন প্রতিক আনারস। ভাইচ চেয়ারম্যান প্রার্থী ৫জন। তারা হলেন- সদ্য বিদায়ী শেখ ন্জামুল ইসলাম তালা, শিক্ষক শেখ ইববাল আলম বাবলুর বই; কাজী মোফাখখারুল আলম নীলু চশমা, কাজী আব্দুল সালাম উড়ো জাহাজ, বকুল বিশ্বাষ টিয়া পাখি প্রতিকে লড়ছে, অপর দিকে সংরক্ষিত ভাইচ চেয়ারম্যান পদে ফারজানা শওকাত আফির হাঁস, দিপালী রাণী ঘোষের বল, মুক্তিযোদ্ধা কন্যা সুরাইয়া আফরোজ সুমির প্রতিক, শ্যামলী রাণী অধিকারীর পদ্মফুল প্রতিকে লড়ছেন। সকল প্রার্থী তাদের স্ব স্ব প্রতিক নিয়ে ভোটের মাঠে। চলছে নীরঘুম গনসংযোগ। কালিগঞ্জ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর জয় পরাজয়ের সমীকরণ কিছুটা বড় আকারে বদলে গেছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে সাবেক উপজেলা চেয়ারম্যান প্রায়ত বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহিদুজ্জামানের বড় পুত্র ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমনও সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদির সাথে। মোট ১১ জন ষষ্ঠ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান, পুরুষ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলার এক কর্নার থেকে অপর প্রান্ত পর্যন্ত উল্কার মতো ছুটেছে ২৪ ঘন্টা। কে হাসবে শেষ হাসি টা। আর সেটা দেখার অপেক্ষায় উপজেলা বাসী। আজ বুধবার সকাল ৮টা শুরু হয়ে ভোট গ্রহন চলবে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত। জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচনে তিনজন যোগ্য জন প্রতিনধির অনুকূলে হস্তান্তর হবে ৫বছরের জন্য উপজেলা পরিষদ। আর তাদের মাধ্যমে সেবা পাবে উপজেলার জনপদ।