খুলনা প্রতিনিধি ঃ খুলনা বটিয়াঘাটা থানা পুলিশের অভিযানে ৬০ গ্রাম গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী বটিয়াঘাটা থানার ঝালবাড়ি গ্রামের মোস্তফা বিশ্বাসের পুত্র হেলাল বিশ্বাস (২৫)। পুলিশ সুত্রে জানাগেছে, গত ৫ মে রাত ৮টায় ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বটিয়াঘাটা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জালিয়া পাড়া এলাকার জনৈক রাসুল সেখের বাড়ির সামনে থেকে ৬০ গ্রাম গাঁজা সহ আসামীকে আটক করে। আটককৃতের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মামলা পূর্বক আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বটিয়াঘাটা থানার ওসি রিপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।