শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

সাতক্ষীরায় শেখ মশির আহম্মদ-বিজলী আহম্মেদ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ হাজার বোতল বিশুদ্ধ খাবার পানি বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় টানা ২ সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহে চলছে প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা। তীব্র তাপ প্রবাহ উপেক্ষা করে জীবিকা নির্বাহে ব্যস্ত শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকরা। প্রচন্ড গরমে জনজীবন বিপর্যস্ত ঐ তৃষ্ণার্তদের মাঝে শেখ মশির আহম্মেদ-বিজলী আহম্মেদ ফাউন্ডেশন ১৫০০ হাজার বোতল বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছেন। সোমবার দুপুরে শহরের পাকাপোল ব্রিজের উপরে পঞ্চমবারের মতো শেখ মশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের পক্ষে জাতীয় পুরস্কার প্রাপ্ত ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু ১৫০০ হাজার সহ পাঁচ দিনে ৫ হাজার বোতল পানি বিতরণ করেন। তীব্র দাবদাহের মধ্যে শেখ মশির আহম্মেদ-বিজলী আহম্মেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয় যে, এই তীব্র গরমের মধ্যে পানি বিতরণ অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। এই কাজ চলমান থাকলে আরো ভালো হবে। বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে পাঁচ দিনের ৫ হাজার পানি বিতরণ করছি। ক্ষুদ্র সামর্থ্যের ভিতর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com