স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সহজ কুরআন শিক্ষা কেন্দ্রে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের মধুমুল্লারডাঙ্গী জামে মসজিদ কমিটির আয়োজনে মসজিদের কক্ষে গতকাল সকাল সাড়ে ৭টায় মধুমল্লারডাঙ্গী জামে মসজিদের সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের সভাপতি ও মসজিদ কমিটির সাধারন সম্পাদক মো: নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: মেহেদী হাসান তিনি বলেন, আপনার সন্তানদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দিতে হবে। ছোট বেলায় থেকে ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিলে সেটি সারা জীবন চলার পর্যায় হিসেবে কাজে লাগবে। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিল। দেশের সকল ধর্মের শিশুরা আজতার সুফল ভোগ করছে। আপনার সন্তানদের নিয়মিত কুরআন শিক্ষা কেন্দ্রে পাঠাবেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার মো: হাসানুজ্জামান, মধুমল্লারডাঙ্গী জামে মসজিদ কমিটির সভাপতি মো: আব্দুস সালাম, কমিটির উপদেষ্টা পৌর কাউন্সিলর শেখ শফিকউদ্দৌলা সাগর, বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, সহ সভাপতি মোঃ আক্তারুজ্জামান, উপস্থিত ছিলেন প্রভাসক মোঃ নজরুল ইসলাম, মেহেদী হাসান, সাকিব হাসান, জুলফিকার (সবুজ), মসজিদের মুয়াজ্জিন শেখ আবু ঈসা, শেখ মাহবুবুর রহমান, মোঃ সিরাজুল হক, সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহজ শিক্ষক এ মসজিদের ইমাম এস এম মামুনার রশিদ।