স্টাফ রিপোর্টার ঃ প্রচার-প্রচারণায় জমে উঠেছে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচন। তবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মারুফ তানভীর হুসাইন (সুজন)। পরদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন যায়গায় জনসংযোগ, নির্বাচনী পথসভা, মতবিনিময় করেন তিনি। সাধারণ ভোটারদের সাথে মতবিনিময়, পথসভা ও কুশল বিনিময়কালে এস এম মারুফ তানভীর হুসাইন (সুজন) কে দল মত নির্বিশেষে ভোট দিয়ে আবারও জয়যুক্ত করার আশ্বাস দেন। এসময় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মারুফ তানভীর হুসাইন (সুজন) সকলের সহযোগিতা কামনা করে বলেন, নির্বাচিত হলে আগামীতে সকলের সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদকে স্মার্ট উপজেলা পরিষদে রূপান্তরিত করবেন।