কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া ক্রিকেট একাডেমি জুনিয়র একাডেমি কাপ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে ইয়াং সরকার ও কেসিএ টাইগার পরষ্পরের মুখোমুখি হয়। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ইয়াং স্টার ১০২ রান সংগ্রহ করে। জবাবে কেসিএ টাইগার ব্যাট হাতে সাচ্ছন্দে জয়ের বন্দরে পৌঁছে ১০৪ করে জয়লাভ করে। বিজয়ী দলের সায়িপ ৪১ রান ও ২ উইকেট লাভ করেন।এর আগে বুধবার কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ওই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের ক্রিড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, কলারোয়া মৎস্য অফিসের ল্যাব অ্যাসিস্ট্যান্ট অনিক হাওলাদার, ক্রীড়া সংগঠক নাজমুল হাসনাইন মিলন প্রমুখ।