স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ উদ্বোধন হয়েছে। “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাব পুষ্টিগুনে”এই প্রতিপাদকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সদর হাসপাতালের সম্মেলন কক্ষে উদ্বোধনী ও আলোচনা সভায় সদর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিডি গাজী বশির আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারেমী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পলাশ আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মোঃ মেহেদী হাসান, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, শিশু কনসালটেন্ট ডাঃ রিয়াদ মাহমুদ, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত, সদর হাসপাতাল সমাজসেবা অভিযান শারমিন সুলতানা, ডাঃ সাইফুল আলম, ডাঃ পার্থ কুমার, নার্সিং সুপারভাইজার শেফালী সরকার, পাবলিক হেলথ নার্স শিরিনা আক্তার, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুন, সেনেটারি ইন্সপেক্টর রথীন্দ্রনাথ সরকার,এমটিইপিআই আবুল কাশেম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, শরীরকে সুস্থ রাখতে হলে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। পুষ্টিগুণ আছে সর্বদা এমন খাবার গ্রহণ করবেন। সকল খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখতে হবে। শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর ক্ষেত্রে কোন কার্পণ্য করা যাবে না। সুস্থ জাতি গঠনের ক্ষেত্রে পুষ্টিকর খাবারের কোন বিকল্প নেই। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ডাঃ মোক্তাদির তামিম, সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী।