বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

বড়দল মুসল্লিদের সাথে মতবিনিময় করলেন মোস্তাকিম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ মে, ২০২৪

এম এম নুর আলম ॥ আশাশুনি উপজেলার বড়দল উত্তরপাড়া সানা বাড়ি জামে মসজিদের মুসল্লিদের সাথে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব এবিএম মোস্তাকিম চিংড়ি মাছ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী মতবিনিময় করেছেন। শুক্রবার পবিত্র জুম্মার নামাজের আগে বড়দল উত্তরপাড়া সানা বাড়ি মসজিদে পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও এলাকার মুসল্লীদের সাথে এ মতবিনিময় করেন তিনি। এসময় তিনি উপজেলার অসমাপ্ত উন্নয়ন কর্মকান্ডকে সমাপ্ত করাসহ অনিয়ম দুর্নীতি ও মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি উপজেলা গঠন করতে চিংড়ি মাছ প্রতীকে সকলের পবিত্র আমানত মূল্যবান ভোট প্রদান করে চতুর্থবারের মতো তাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার আহ্বান জানান। মতবিনিময়কালে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মিনা সানা, মসজিদের ইমাম মাওলানা আরিফুল ইসলাম, বিআরডিপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন মোড়লসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও এলাকার মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com