দৃষ্টিপাত ডেস্ক ॥ ইসরাইলের অব্যাহত হামলা আর দমন পিড়ন চলছেই। হামাস ইসরাইলের মাঝে যুদ্ধ বিরতির বিষয়টি অতি কাঙ্খিত ও জরুরী এমনই মনে করেন বিশ্বের কোটি কোটি শান্তী প্রিয় মানবতা, দখলদার ইসরাইল এর ইচ্ছা বিশ্ব মানচিত্র হতে ফিলিস্তিনি নামক জনগোষ্ঠীকে নিশ্চিহৃ করন আর এ কারনে দখলদার দেশটি যুদ্ধ বিরতির ধার ধারতে চাইছে না। বিশ্ববাসি গভীর আগ্রহ নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলো যে ইসরাইল ও হামাস যুদ্ধ বিরতি হবে। নিরীহ, নিরস্ত্র ফিলিস্তিনিরা গণহত্যার কবল হতে রক্ষা পাবে। কিন্তু যুদ্ধ বিরতির সব ধরনের চেষ্টাকে জলাঞ্জলী দিয়ে ইসরাইল গাজা উপত্যকার সর্বত্র ইতিহাসের নজিরবিহীন গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজা দৃশ্যতঃ মৃত্যুপুরীতে পরিনত হয়েছে। পথে পথে ফিলিস্তিনিদের লাশ আর লাশ। সর্বত্র লাশের ছড়াছড়ি। মৃত্যু ফিলিস্তিনিদের লাশ কুকুরের খাদ্যে পরিনত হয়েছে। গাজার সত্তরভাগ বসতবাড়ী বর্বর ইসরাইলি বিমান বাহিনীর বিমান হামলায় ধ্বংস স্তুপে পরিনত হয়েছে। প্রতিটি ধ্বংস স্তুপের নিচে ফিলিস্তিনিদের মৃত দেহ। দখলদার বর্বর বাহিনীর সদস্যরা নিরীহ ফিলিস্তিনিদের কে হত্যা করে লাশ মাটিচাপা দিয়েছে। ইতিমধ্যে চার/পাঁচটি গণকবরের অস্তিত্ব মিলেচে গাজা উপত্যকায়। অন্তত সহস্রাধীক ফিলিস্তিনির মৃত দেহ গণকবর গুলোতে স্থান পেয়েছে।রাফা শহর জ্বলছে। বিশ্ব নেতৃত্বের নিষেধ, আপত্তিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দখলদার ইসরাইল রাফায় নিরবিচ্ছিন্ন ভাবে বিমান হামল পরিচালনা করছে এবং বিমান হামলায় ইতিমধ্যে বহুসংখ্যক ফিলিস্তিনির মৃত্যু ঘটেছে। গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা আর স্থল অভিযানের মৃত্যু যন্ত্রনা হতে রক্ষা পেতে ফিলিস্তিনিরা রাফা শহরের আশ্রয় গ্রহণ করে। বর্তমান সময়ে রাফা শহরের অভ্যন্তরে আশ্রয় শিবির গুলো সহ এগার লক্ষ ফিলিস্তিনি অবস্থানকরছে। দখলদার বাহিনী রাফায় অত্যাধুনিক ট্যাংক বহর নিয়ে রাফা শহরে অভিযান পরিচালনা করছে। রাফা শহর মিশর সীমান্ত সংলগ্ন শহর হওয়ায় রাফা হামলা মিশরের জন্য মাথা ব্যথার কারন আর এ জন্য মিশরের পক্ষ হতে বার বার ইসরাইলকে সতর্ক করে দেওয়ার পরও মধ্যপ্রাচ্যের কসাই নামে পরিচিত দেশটি রাফা শহরের গণহত্যা পরিচালনা করছে। হামাসের পক্ষ হতে বারবার বলা হচ্ছে কোন অবস্থাতেই ইসরাইলকে ছাড় দেওয়া হবে না। রাফা শহরের অধিবাসিদেরকে রক্ষা করতে হামাস যোদ্ধারা রাফার বিভিন্ন এলাকাতে সশস্ত্র অবস্থান নিয়ে দখলদার ইসরাইলি সেনাদের প্রতিহত করছ। তারপর ও হামাস যোদ্ধারা ইসরাইলি বাহিনীর গণহত্যা কোন অবস্থাতেই নিয়ন্ত্রন করতে পারছে না। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার খবরে বলা হয়েছে ইতিমধ্যে দখলদার ইসরাইলি বাহিনীর হামলা ও নির্মমতার কারনে জীবন রক্ষার্থে রাফা শহর হতে গত সাতদিনে অন্তত: আশিহাজার অধিবাসি চলে গেছে। নারী, শিশু সহ দলে দলে ফিলিস্তিনিরা ঘোড়ার গাড়ি,গাঁধার গাড়ি,পায়ে হেটে অজানার উদ্দেশ্যে ছুটছে তো ছুটছে। শহর টি ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ক্ষুধা, দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলা যেমন নিসহত হচ্ছে অন্যদিকে অভূক্ত থেকে মৃত্যু বরন করছে ফিলিস্তিনিরা। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই রাফা অভিযানের বিপক্ষে অবস্থান নিলেও ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নিয়ে রাফা অভিযান শুরু করেছে। এ ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে ইসরাইলের সম্পর্কের টানাপোড়ন শুরু হয়েছে। যার প্রভাব ইতিমধ্যে গাজা যুদ্ধে পড়েছে। দখলদার ইসরাইলকে বোমার চালান বন্ধ করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়া ওয়াশিনটন স্পষ্ট জানিয়েছে চলতি সপ্তাহে ও মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলে সরবরাহ করার জন্য প্রস্তুত একটি অস্ত্রের চালান ও আটকে দিয়েছিল। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরাইল বিরোধী ছাত্র বিক্ষোভ থামছেই না। দেশটির পুলিশ সহ গোয়েন্দাসংস্থা গুলো দমন পিড়ন ও গ্রেফতার অভিযান পরিচালনা করে ও দমন করতে পারছে না। বরঞ্চ দিনে দিনে বিক্ষোভের গতি সঞ্চারিত হচ্ছে। গাজায় খাদ্য সরবরাহ ব্যাপক ভাবে বিঘ্ন ঘটছে। তুরস্ক হতে একটি খাদ্যবাহি জাহাজে ইতিমধ্যে গাজার পথে রওয়ানা দিয়েছে। গাজার উত্তর, পশ্চিম ও দক্ষিনে এবং রাফা শহরে দখলদার বাহিনী ও হামাস যোদ্ধাদের পরস্পরের উপর হামলা ও পাল্টা হামলার বিষয়ে উভয় পক্ষ প্রতিপক্ষের হতাহতের বিষয়ে বর্ণনা করেছে। গাজার চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে আর এ কারনে ফিলিস্তিনিদের মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে। হিজবুল্লাহ ও হুযি বিদ্রোহীদের ইসরাইলি মুখি হামলার ধারাবাহিকতা থেমে নেই।
পারুলিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময়
দেবহাটা অফিস ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দেবহাটার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করলেন ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু। গতকাল সকাল দশটায় পারুলিয়াস্থ মুক্তিযোদ্ধা অফিস মিলনায়তনে মত বিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধাদের সমর্থন কামনা করেন আবু রায়হান তিতু। মুক্তিযোদ্ধা আইনজীবী এড. ইউনুস আলীর সভাপতিত্বে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ মাবুদগাজী, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জামসেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ বারী মোল্ল্যা,বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন মোফা প্রমুখ। মত বিনিময় সভায় ঘোড়া প্রতিকে ভোট প্রার্থনা করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু রায়হান তিতু।