কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে চিত্রপ্রদর্শনী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মে) সকাল থেকে দুপুর দ্ইুটা পর্যন্ত নাঈম হাসান শাওন আয়োজিত এই চিত্র প্রদদর্শনী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ক্ষুদ্র শিল্পী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্যাটাগরির হাতে আঁকা ছবি প্রদর্শিত হয়। অনুষ্ঠানে ল্যান্ডস্কেপ, প্রোটেট, স্কেচ, জলরং সহ বিভিন্ন মাধ্যমের ছবি প্রদর্শিত হয়েছে। এখানে যেমন নাঈম হাসান শাওনের চিত্রকর্ম উপস্থিত ছিলো সেই সাথে ছিলো উক্ত স্কুলের এবং তাদের আর্ট একাডেমি এডুকালচারের শিক্ষার্থীদের ছবি। এছাড়া প্রদর্শনীর পাশাপাশি আয়োজিত হয় অত্র স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছবি আঁকা এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এ সময় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন এডু-কালচার (শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র) একাডেমির কবিতার শিক্ষক রাকিবুল ইসলাম সাগর এবং পাইলট হাইস্কুলের শিক্ষক সাইফুল ইসলাম। এছাড়া বিশেষ সহযোগী হিসাবে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে বিশ্ব সাহিত্য কেন্দ্র এর সাতক্ষীরা ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিট এবং মানবতার সংঘ সংগঠনটির কর্মীবৃন্দ। উল্লেখ পাইলট হাইস্কুলে ৫ম বারের মতো অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীর আনন্দ এবং শিল্পের প্রতি আগ্রহী করে তোলাই মূল উদ্দেশ্য।