বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় উপজেলা জতীয় শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জাতীয় শ্রমিক লীগ শ্যামনগর শাখার আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা শ্রমিক লীগের আহবায়ক এসএম কামরুল হায়দার নান্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাইফুল করিম (সাবু)। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শাখার সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুগ্ম সাধারন সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহিন, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল প্রমূখ। ত্রি-বার্ষিক সম্মেলনে পূর্ববর্তী কমিটি বিলুপ্তি করা হয় এবং এস এম কামরুল হায়দার নান্টুকে সভাপতি ও মোহাম্মাদ আলী মোল্যাকে সেক্রেটারী করে ৪৫ সদস্য বিশিষ্ট শ্যামনগর উপজেলা শ্রমিকলীগের নুতন কমিটি গঠন করা হয়। উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মোহাম্মাদ আলী মোল্যার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুস সালাম ও আজহারুল ইসলাম মধু।