বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে স্বাগত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নূরনগর শাখার আয়োজনে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইসলামী ছাত্র আন্দোলনের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি র্যালি নূরনগর বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় নূরনগর ইসলামী ছাত্র আন্দোলন এর সভাপতি হাফেজ মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওঃ আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন উপজেলা শাখার সাঃ সম্পাদক মাওঃ আবু বকর সিদ্দিক, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ মনিরুল ইসলাম, এডঃ শেখ আবুজর-বীন মোসলেম উদ্দিন, মাওঃ মোঃ রেজাউল ইসলাম, হাফেজ মোঃ ওবায়দুলাহ, মাওঃ আব্দুল হাকিম, ডাঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিল, মোঃ আনারুল ইসলাম প্রমূখ।