বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

প্রতাপনগর চিরনিদ্রায় শায়িত হলেন মুয়াজ্জিন আলহাজ্ব মৌলভী ছোলামান সানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০২৪

আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ শতশত মানুষের অশ্রুশিক্ত ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন প্রতাপনগরের প্রতাপনগর বড়ো সরদার বাড়ী জামে মসজিদের মুয়াজ্জিন ও প্রভাষক আলহাজ্ব মাওঃ নুরুল ইসলামের পিতা আলহাজ্ব মৌলভী ছোলামান সানা। তিনি বার্ধক্য জনিত কারণে শারীরিক অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবনে শনিবার বেলা ৩ টা ১ মিনিটে সফর শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ধার্মিক সৎ নিষ্ঠাবান মানুষটি পারিবারিক জীবনের পাশাপাশি কর্মময় জীবনে সততার সাথে ব্যাবসা বাণিজ্য ও সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডে সহযোগিতা করতেন। গতকাল সকাল ১০ টায় প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ পি এস মহাবিদ্যালয় অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় জানাজা নামাজ পূর্বে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান, প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ বদরুল আলম, নওয়াবেকী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ অহিদুজ্জামান, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ, মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ ওলিউল্লাহ, প্রতাপনগর অন্ধ হাফেজ শহিদুল্লাহ, প্রমুখ। জানাজা নামাজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ হাফেজে কোরআন আলেমেদ্বীন বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com