বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ১২ মে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাকিম কাঁঠালবাড়িয়া গ্রামের আব্দুস সুবাহানের পুত্র। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনা ও স্থানীয় সূত্রে জানাযায়, হাকিম বাড়ির পুকুরে মাছ ধরার জন্য পাম্পের মাধ্যমে পানি সেচ দিচ্ছিলেন। সেচ দেওয়া শেষে বৈদ্যুতিক তার গোছানোর সময় বৈদ্যুতিক শর্ক সার্কিটের ধাক্কায় বাড়ির পাকা দেয়ালের সঙ্গে ধাক্কায় খেলে সে গুরুতর আহত হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাত জানান, বৈদ্যুতিক শর্ক সার্কিটে হাকিম নামে এক যুবক মৃত্যুবরণ করেছেন। কোন অভিযোগ না থাকাই মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।