স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর এলাকায় সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত করনে অভিযান চালিয়ে ভেজাল মিশ্রিত দুধ উদ্ধার সহ ভেজাল দুধ তৈরীর সরঞ্জামাদি ব্লেন্ডার মেশিন, পাসতেল, গ্লুকোজ উদ্ধার করা। ব্রহ্মরাজপুরের চয়ন গোষ ভান্ডারে এ অভিযান পরিচালিত হয় এসময় ভেজাল মিশ্রনকারী দুধ ব্যবসায়ী কমল ঘোষ নিজ দোষ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৫ ধারা ভঙ্গের অপরাধে ৫০০০০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন, উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার পুলিশ সদস্যরা ও ক্যাবশাখা, স্থানীয় জনসাধারন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযান ও মনিটিরিং কে স্বাগত জানান ও স্বস্তি প্রকাশ করেন। ব্রহ্মরাজপুরে মনিটিরিং করা কালীন সময়ে উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারনের উদ্দেশ্যে স্থায়ীকারী পরিচালক নাজমুল হাসান খাদ্যে ভেজাল মিশ্রনে আইনগত অপরাধের বিষয় ও মানবদেহের ক্ষতির কারন ব্যাখা করেন। বিক্রেতা ও ভোক্তাদের সচেতন করেন। একই বাজারে অপর একটি প্রতিষ্ঠান কে ২০০০ টাকাসর্ব মোট দুই প্রতিষ্ঠান কে ৫২০০০ হাজার টাকা জরিমানাকরেন।