স্টাফ রিপোর্টার ঃ র্যাবের ৬এর অভিযানে ২টি ওয়ানশুটার গান ২টি ৯এমএম সদৃশ্য বিদেশি পিস্তল ২৯টি কার্তূজ ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। র্যাব সূত্রে জানাগেছে, গতকাল গভীর রাতে র্যাব-৬এর যৌথ ভাবে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার এক তলা পাঁকা বসত ঘরের পাশে বাগারেন ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় বস্ত্র পড়ে আছে। র্যাব-৬ সদর কোম্পানীর সিনিয়র এসপি তৌফিক আহমেদ এবং ৬এর দায়িত্বপ্রাপ্ত অফিসার এএসপি মো: ফয়সাল তানভীরের নেতৃত্বে টিম রাত সাড়ে ৩টায় ঘটনাস্থান থেকে ১টি হলুদ রংয়ের ব্যাগের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী ২টি শুটার গান,২টি ৯এমএম পিস্তল, ২৯টি কার্তূজ, ৩টি লোহার তৈরী ম্যাগাজিন জব্দকরে। উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র সাতক্ষীরা সদর থানায় মামলা পূর্বক জমা দেয়া হয়েছে। র্যাব-৬ সিপিসি ১ সাতক্ষীরা সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।