শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় এসএসসিতে খুলনা বিভাগের বে-সরকারি বিদ্যালয়ের মধ্য শীর্ষস্থান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরার ঐতিহ্যবাহী নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় এসএসসি ২০২৪ পরীক্ষায় শতভাগ কৃতকার্য হয়ে খুলনা বিভাগের বে-সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মধ্য শীর্ষস্থান অধিকার করেছেন। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়টি বিগত ৫৫ বছরের ইতিহাস ভেঙ্গে নতুন অভাবনীয় সাফল্য অর্জন করায় ব্যাপক উৎস উদযাপনায় ও আনন্দ র‌্যালী সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গতকাল সকাল ১০ টায় বিদ্যালয় চত্বর থেকে এ সাফল্যের কারিগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজীর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুলে ফিরে আসে। এসময় শিক্ষার্থীরা আনন্দ উৎসবে মেতে ওঠে। শুরু হয় মিষ্টি বিতরণ একে অপরকে মিষ্টি খাওনোর মাধ্যমে অন্যরকম অনুভূতি প্রকাশ করে। বিদ্যালয় প্রধান শিক্ষক হিসাবে মোঃ আব্দুল মালেক গাজী যোগদানের পর বিদ্যালয়ে পড়াশোনার মান উন্নয়ন হয়েছে। এ বিদ্যালয় থেকে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে শিক্ষার্থীরা সফলতা এনেছেন। এবার এসএসসিতে এ প্লাস পেয়েছে ৫৪ জন। শিক্ষা প্রতিষ্ঠানটি পরপর ৯ বার সফলতার ধারাবাহিকতা ধরে রেখেছে। অভিভাবকরা বলেন, প্রধান শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় ঐতিহ্যবাহী নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়টি একদিন দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ ওবায়দুল্লাহ, মোঃ সিদ্দিকুর রহমান, সালেহা আক্তার সুমি, নন্দিতা রানী, সংরক্ষিত সদস্য রিজিয়া খাতুন, দাতা সদস্য মোঃ আতিয়ার রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ তৈবুর রহমান, এ এইচ এম শামীম পারভেজ, নাজমুল লায়লা বিথী, বিদ্যোৎসাহী সদস্য মোঃ মনজুরুল হক, পিটিএ সভাপতি জিএম ওয়াহিদ পারভেজ, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ সেলিমুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মাওলানা মোঃ আক্তারুজ্জামান, কবির আহমেদ, শিক্ষক এম এম নওরোজ, শামীম পারভেজ, দেবব্রত মন্ডল সহ বিদ্যালয়ের সদস্য, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com