স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু বলেছেন, লাঙ্গল মার্কায় ভোট দিলে সাতক্ষীরা সদর উপজেলাবাসী শান্তিতে থাকবে। আপনারা লাঙ্গল মার্কায় আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আপনাদের বাসযোগ্য ও শান্তিময় সদর উপজেলা উপহার দেব। সোমবার (১৩ মে) রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রতীক পেয়েই শহরের মাস্টারপাড়ায় জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। পৌর জাতীয় পার্টির সভাপতি কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা’র সভাপতিত্বে ও জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুস সালাম সরদার, ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক মো. আশরাফ আলী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, জেলা পার্টির জাতীয় দপ্তর সম্পাদক কাজী আমিনুল হক ফিরোজ, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, পৌর ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি কবিরুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক পার্টির নেতা মাগফুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, সদর উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান বদু, জেলা জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব আব্দুল কাদের, জাতীয় পার্টি নেতা প্রভাষক শরিফুল ইসলাম, সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, সরকারি কলেজ জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাকিব জামান দীপ্তসহ পৌরসভার ৯টি ওয়ার্ড, উপজেলার ১৪টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ।